দক্ষিণ সুনামগঞ্জে করোনা ভাইরাসের কারণে শ্রমজীবিরা কর্মহীন হয়ে পড়েছেন। সেই কর্মহীন শ্রমজীবিদের পাশে দাড়িয়েছে এনজিও সংস্থা “আশা”। প্রথম বারের মত সারা দেশের ন্যায় “আশা” পাগলা বাজার ব্রাঞ্চের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র শ্রমজীবি ২০০ পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা।
সোমবার (১১ মে) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “আশা”র খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
আশা’র খাদ্য সামগ্রীর প্রতি পেকেটে ছিল, ১০ কেজি চাল, ২কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তৈল।
এ সময় উপস্থিত ছিলেন আশা সুনামগঞ্জ জেলার জাউয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কিতিশ চন্দ্র দাশ,পাগলা বাজার ব্রাঞ্চের সিনিয়ন ব্রাঞ্চ ম্যানেজার প্রদোশ চন্দ্র দেব, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর চৌধুরী, ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক, আশা পাগলা বাজার ব্রাঞ্চের লোন কর্মকর্তা সুহেল আহমদ।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী সন্তোশ প্রকাশ করে বলেন, মানুষের এই ক্রান্তিকালে আশার মানসম্মত খাদ্য সহায়তা প্রদান করায় তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানাই, তার পাশা পাশি সমাজের বিত্তবান ও অন্যান্য এনজিও সংস্থা গুলোকেও আহ্বান জানাই যেন তারাও ঠিক এ ভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করার জন্য।